ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোঁষগাও ইউনিয়নের সীমান্তবর্তী গলইভাঙ্গা গ্রাম থেকে বিরল প্রজাতির বনরুই উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
গেল শনিবার সন্ধ্যায় এই বনরুইটি উদ্ধার হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম। পার্শ্ববর্তী পাহাড় থেকে এটি নেমে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন তার বাড়ির পেছন দিয়ে যাওয়ার সময় দেখে স্তন্যপায়ী বনরুইটিকে কয়েকটি কুকুর তাড়া করছে।
বিজ্ঞাপন
এ সময় জামাল বনরুইটিকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে নিজ হেফাজতে নেন।
পরে নজরুল ইসলাম বন বিভাগে খবর দিলে গতকাল রোববার সকালে তারা এসে বনরুইটি প্রকৃতিতে অবমুক্ত করেন।
জেবি